ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোড় নুরজাহান কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের কর্মী সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের অভিযোগ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে তার শান্তিপূর্ণ কর্মী সমাবেশে হামলা চালানো হয়। তারা সবাই সাবেক মন্ত্রী ও মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফের অনুসারী।

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম। তিনি বলেন, ‘তারা প্রথমে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এরপর আমরা পাল্টা হামলা করেছি। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।’

মিরসরাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। নুরজাহান কমিউনিটি সেন্টারে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না বলেও জানান তিনি।

এসআর/জেআইএম