ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁর সাপাহারে ইউনুস আলী (৩৬) নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন ।

ইউএনও আব্দুল্যাহ আল মামুন জানান, নিজে চিকিৎসক না হয়েও প্যাডে ‘ডাক্তার’ পদবি লিখে আসছিলেন ইউনুস আলী। খবর পেয়ে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউনুস আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ভব্যিষতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলমগীর হোসেন ও থানাপুলিশের একটি দল।

এসআর/এমএস