টেকনাফে হিরোইন-ইয়াবা-অস্ত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফে বসতঘর থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের মোহাম্মদ সাজেদের ভাড়া ঘর থেকে এসব উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্ল্যাহ কাজল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোন জানতে পারে, একটি বাড়িতে ইয়াবা, অস্ত্র ও তাজা কার্তুজ মজুত রাখা হয়েছে।
তারই সূত্র ধরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের পরিদর্শক বিদ্যুৎ বিহারির নেতৃত্বে একটি টহল দল পশ্চিম গোদারবিল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাজেদের ভাড়া করা বসতঘরে অভিযান চালায়। এসময় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে নতুন ফরমেটে ৭০০ গ্ৰাম হিরোইন, ৫৩ হাজার পিস ইয়াবা, তিনটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি বিদেশি পিস্তল, ১৪১ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মো.জাফরুল্ল্যাহ কাজল বলেন, এ ঘটনায় ছয়জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
এসএএল/জেডএইচ/