কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. রাসেদুল হাসান। তিনি কুড়িগ্রাম সদর উপজেলায় কর্মরত রয়েছেন। একই সঙ্গে নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আরও পড়ুন: গাজীপুরের শ্রেষ্ঠ ইউএনও আসসাদিকজামান
তিনি জানান, নিজের অর্থায়নে শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষায় অবদান রাখায় ফুলবাড়ী উপজেলার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান শ্রেষ্ঠ সভাপতি ও একই উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আব্দুল আজিজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইউআরসি নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে ইউএনও মো. রাসেদুল হাসান বলেন, দুই বছর ধরে এ উপজেলায় কাজ করছি। চেষ্টা করছি শিক্ষা নিয়ে কাজ করার। সদরের যাত্রাপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস