ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে টানা বৃষ্টিতে জনদুর্ভোগ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ে ২৪ ঘণ্টায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে থেমে থেমে শুরু হয় বৃষ্টিপাত। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলেও মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে দেখা দেয় স্থবিরতা।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অতিবৃষ্টির ফলে বিভিন্ন সড়কে পানি জমে গেছে। পানিতে থই থই করছিল জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কটিও। কর্মকর্তাদের বৃষ্টির মধ্যে পানি পেরিয়ে অফিসে যেতে দেখা গেছে। অতিবৃষ্টি আর জলাবদ্ধতার কারণে জেলা শহরের কালেক্টরেট করতোয়া আদর্শ শিক্ষা নিকেতন রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন জেলা শহরের জালাসী মোড় এলাকার মানুষজন। পানিতে মোড়ের দুই পাশের সড়ক ডুবে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জালাসী মোড় এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘তিনদিন থেকে সড়ক ডুবে আছে। সড়কে খানাখন্দের কারণে রিকশা-ভ্যানও চলাচল করতে পারছে না। এ সড়কে কোনো ড্রেন নেই। আমাদের অবস্থা নাজেহাল। দেখার কেউ নেই।’

jagonews24

তুলারডাঙ্গা মহল্লার অটোরিকশাচালক আইবুল ইসলাম বলেন, ‘যতই বৃষ্টি হোক, আমাদের ঘরে বসে থাকার উপায় নেই। বসে থাকলে না খেয়েই থাকতে হবে। তাই বৃষ্টির মধ্যেই রিকশা নিয়ে বের হয়েছি।’

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ।

তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত ঘটছে। এ বৃষ্টিপাত সেপ্টেম্বর মাসজুড়েই থাকতে পারে।

পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, শহরের জালাসী মোড় এলাকাটি পৌরসভার আওতাভুক্ত। তবে পঞ্চগড়-টুনিরহাট জেলা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি)। এজন্য আমরা সড়কের সংস্কার কাজ করতে পারিনি। একবার ড্রেন করতে উদ্যোগ নিলেও দাপ্তরিক জটিলতায় করা হয়নি। তবে আলোচনা হয়েছে। সড়কটি পৌরসভার আওতায় নেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুত সেখানে সড়ক ও ড্রেন নির্মাণ করা হবে।

সফিকুল আলম/এসআর/জিকেএস