ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়ার কিছু হলে আ’লীগের নাম-নিশানা মুছে দেওয়া হবে: বুলু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করতে তার শরীরে স্লো পয়জনিং পুশ করার অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাতকে হত্যা করার জন্য চার বছর আগেই স্লো পয়জনিং শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটপূর্ণ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না। তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা ধারণা করছি, সরকার তাকে হত্যা করতে তার শরীরে কোনো ধরনের বিষ দিয়েছে। যা বিদেশে চিকিৎসা নিতে গেলে মানুষ জেনে যাবে। এই আতঙ্কে সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না।

সরকারকে হুঁশিয়ারি করে বিএনপির এ নেতা বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, খালেদা জিয়া জিয়ার কিছু হলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নাম-নিশানা রাখা হবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ির সামনে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু। আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চের কর্মসূচি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

খালেদা জিয়ার কিছু হলে আ’লীগের নাম-নিশানা মুছে দেওয়া হবে: বুলু

বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা নারীবন্দি খালেদা জিয়া। ১৯৭১ সালে তার দুই ছেলে যখন বাবার সঙ্গে যুদ্ধে ছিলেন তখন খালেদা জিয়াকে অপহরণ করে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়।

বুলু বলেন, দেশ থেকে ১৪ লাখ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় করেছেন তাদের বিরুদ্ধে এখন স্যাংশন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছে তাদের বিচার জনতার আদালতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। কুমিল্লা মিরসরাই ফেনী চট্টগ্রাম রোডমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম