ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করতেই মারা গেলেন সাপে কাটা তরুণ

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে সোহাগ আলী (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।

সোহাগ আলী দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।

সোহাগকে হাসপাতালে আনা ব্যক্তিরা নাম প্রকাশ না করে জানান, তারা কয়েকজন নিজ গ্রাম থেকে চাকুলিয়ায় যাচ্ছিলেন। পথে সোহাগের বাম পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে ফুলবাড়ির পাশেই ভারত সীমান্ত সংলগ্ন এক ওঝার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাঁড়ফুক করার পর অবস্থায় অবনতি হলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ওঝা। পরে সদর হাসপাতালে আসার আগেই সোহাগের মৃত্যু হয়। তবে ওই ওঝার নাম বলেননি তারা।

আরও পড়ুন: ঝাড়ফুঁক-ওঝা নয়, সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, রাতে কয়েকজন ব্যক্তি মৃত অবস্থায় সোহাগকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তারা জানান, সাপের কামড়ের পর ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করেছেন। মৃতের বাম পায়ে সাপের কামড়ের আলামত দেখতে পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

দর্শনা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ গেছে।

হুসাইন মালিক/এমআরআর/এএসএম