ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার নেপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু ইছা মুরাদ (২৮) ও আবু হাসানের ছেলে মো. মিনহাজ (২২)।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে চাঁদাবাজি, খেলনা পিস্তলসহ দুই যুবক আটক

পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় নেপালপুর এলাকায় চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়। ওই দুই যুবক একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশের এসআই শামীম পরিচয় দিয়ে গাড়িতে থাকা দুজনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের পরিচয় ও কোন থানায় কর্মরত আছেন জিজ্ঞাসা করলে গড়িমসি শুরু করেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএইচ/জেআইএম