ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

খুলনায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা পাইকারি বাজারের নিউ হক বাণিজ্য ভাণ্ডার অভিযান চালিয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. সেলিম এ জরিমানা করেন।

আরও পড়ুন: নকল কয়েল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. সেলিম বলেন. সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি হচ্ছে কি না তা তদারকির সময় এ জরিমানা করা হয়। এসময় সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজারের প্রায় সব প্রতিষ্ঠানকে বন্ধ পাওয়া যায়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে নগরীর গল্লামারী সিএফসি চাইনিজ ফুটকে সাত হাজার টাকা এবং একটি বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

আলমগীর হান্নান/জেএস/জিকেএস