ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকল কয়েল-মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ১০:৫০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে মুদি দোকানে নকল কয়েল ও ফাস্টফুডের দোকানে পণ্যের মেয়াদ না থাকায় ছয় প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক নূর হোসেন রুবেল।

নূর হোসেন রুবেল বলেন, নকল কয়েল রাখায় সুমাইয়া স্টোর অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, পণ্যের মেয়াদ না থাকায় ফুড লাভার্সকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় মান্নান স্টোরকে পাঁচ হাজার টাকা, ফুড কেয়ারকে চার হাজার টাকা, লিটন স্টোরকে চার হাজার টাকা ও কাদের স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: আলু কেনার রশিদ না থাকায় কুমিল্লায় ৩ আড়তকে জরিমানা

একই সঙ্গে পাইকারি বাজারে আলুর দাম ২৬ থেকে ২৭ টাকা করে বিক্রির জন্য হাজীগঞ্জের মান্নান কোল্ড স্টোরেজকে সতর্ক করা হয় ও খুচরা বাজারে ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রির নির্দেশ দেন তিনি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা।

জেএস/জিকেএস