ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেশি দামে আলু বিক্রি করে জরিমানা গুনলেন ৩ ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটের কালাইয়ে বেশি দামে আলু বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই পৌরশহরের শিমুলতলী আরবি হিমাগারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বগুড়া আঞ্চলিক ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতে খারুল আলম রিজভি।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পাঁচটি পণ্যের দাম নির্ধারণ করে দেন। কিন্তু তারপরও বিভিন্ন হিমাগারে কতিপয় অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত ২৭ টাকা কেজির বিপরীতে ৩৫ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে আরবি হিমাগারের আলু ব্যবসায়ী মোস্তফা, মোসাদ্দেক হোসেন এবং মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: মূল্যতালিকা না থাকায় আলু-মাংসের দোকানে জরিমানা

তিনি আরও বলেন, বাজারে সরকার নির্ধারিত ওই পাঁচটি পণ্যের দাম কোনো ভাবেই যেন ব্যবসায়ীরা বেশি নিতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

জেএস/জিকেএস