ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালী

মূল্যতালিকা না থাকায় আলু-মাংসের দোকানে জরিমানা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীতে মূল্যতালিকা না থাকায় আলু ও মাংসের দোকানে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাইজদী পৌর বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক (এডি) মো. কাওছার মিয়া।

jagonews24

আরও পড়ুন: চার টাকার জন্য ১০ হাজার টাকা জরিমানা

তিনি জাগো নিউজকে বলেন, মূল্যতালিকা প্রদর্শন না করায় আলুর আড়তদার ‘ঢাকা বাণিজ্যালয়কে চার হাজার টাকা এবং বেচু মিয়ার মাংসের দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিম, পেঁয়াজ সরকার নির্ধারিত মূল্যের মধ্যে থাকলেও আলুর সরকারি মূল্য ৩৫ টাকার স্থলে পাইকারি ৪১ টাকা ও খুচরা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও সুধারাম মডেল থানার পুলিশে একটি দল উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস