ঈশ্বরদীতে বৃত্তি পেলো ৭১ খুদে শিক্ষার্থী
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে আয়োজনে ৭১ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঈশ্বরদী ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা মিলনায়তনে এ বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর পরিচালক ড. মো. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জান প্রমুখ।
শেখ মহসীন/এসআর/জিকেএস