কাশিমপুর কারাগারে কারারক্ষীর মোজায় মিললো ২০০ ইয়াবা
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে প্রবেশের সময় ২০০ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষী মো. মতিউর রহমানের বাড়ি ঢাকার ধামরাই থানায়।
কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী মতিউর রহমান সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। পরে তার মোজা থেকে এক প্যাকেটে ৯৮ পিস ইয়াবা ও অন্য প্যাকেটে ভাঙা অবস্থায় ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে আটক করা হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক তাকে বরখাস্ত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন