ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা

প্রকাশিত: ০৭:৪১ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। কমতে শুরু করেছে দিনের তাপমাত্রা। সেই সঙ্গে যোগ হয়েছে মাত্রাতিরিক্ত ঘন কুয়াশা। কয়েক দিনের ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগে পড়েছেন রাজশাহীর নিম্ন আয়ের মানুষরা।

রাজশাহী আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, দুইদিন ধরে রাজশাহী অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। মঙ্গলবার রাজশাহীর তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পর্যন্ত এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঘন কুয়াশায় কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রবি ফসলও। বোরো বীজতলা ও অন্যান্য ফসলে কোল্ড ইনজুরির আশঙ্কায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফসলের ক্ষতির আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।