ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি নির্বাচনে অংশ নিলে আ’লীগের জামানত থাকবে না: জয়নাল আবেদীন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, সরকার চায় বিএনপি কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিক। তার কারণ বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের জামানত থাকবে না। এটা বুঝতে পেরে আমাদের যেসব নেতা নির্বাচনে অংশ নিতে পারেন তাদের বেছে বেছে, তাদের বিরুদ্ধে সেখানো সাক্ষ্য দিয়ে সাক্ষ্য নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া এলাকা থেকে শুরু করে দুই নম্বর রেলগেট এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে তিনি এসব কথা বলেন। ‘লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে’ ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জের ব্যানারে এ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।

জয়নাল আবেদীন বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর ৪০ লাখের বেশি মামলা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখন তারা উচ্চ আদালত বাদ দিয়ে নিম্ন আদালতে সেসব মামলা বিচার করার চেষ্টা করছেন। ভৌতিক মামলায় ঢাকা কোর্টে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্য হয়। সারাদেশে একই অবস্থা চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার সাক্ষ্য দেওয়া হচ্ছে দেখে দেখে। দেখে দেখে সাক্ষ্য দেওয়ার বিধান কোথাও নেই।

বিএনপি নির্বাচনে অংশ নিলে আ’লীগের জামানত থাকবে না: জয়নাল আবেদীন

তিনি আরও বলেন, আমার মনে হয় রাজনৈতিক মামলাগুলো পুলিশ বাহিনী দেখে দেখে সাক্ষ্য দিচ্ছে। খালেদা জিয়াকে জোর করে কারাবন্দি করে রেখেছে। তার কোনো অপরাধ নেই। সরকার জিয়া পরিবারকে ভয় পায়।

বিএনপি নির্বাচনে অংশ নিলে আ’লীগের জামানত থাকবে না: জয়নাল আবেদীন

এসময় উপস্থিত ছিলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক নয়ন প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম