ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের, হাসপাতালে মা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরার আশাশুনিতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকার কেরানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার ছেলে পবিত্র সরকার তূর্য (৪)।

এ ঘটনায় আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ ও চালককে আটক করেছে। আটক বাসচালক নিজাম মণ্ডল সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুব্রত সরকার বাপ্পী তার ছেলে ও স্ত্রীকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন মা শ্যামলী সরকার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ ও চালককে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম