ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সীগঞ্জ

ইটভাটা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৬

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

মুন্সীগঞ্জে সিরাজদিখানের মোল্লাকান্দি এলাকায় ইটভাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন টেঁটাবিদ্ধ হয়েছেন। কুপিয়ে আহত করা হয়েছে আরও একজনকে। টেঁটায় আহতরা হলেন মো. মিশু মোল্লা (৩০), মো. আয়নাল হক (৩৬), মো. কবীর হোসেন, মোছা. রিপা আক্তার (৩৩), মো. শাহ আলী (৩১) ও মো. জাকারিয়া(১৮)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর ১২টার দিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। তারা ঢামেকেই চিকিৎসাধীন রয়েছেন।

তাদের নিয়ে আসা জামাল মোল্লা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানের মোল্লাকান্দি এলাকায় ইটভাটার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করলে তাদের মোল্লা বাড়ীর লোকজন বাধা দেয়। এতে নারীসহ তাদের উপর হামলা চালালে ৫ জন টেঁটাবিদ্ধ হন। একজন অস্ত্রাঘাতে আহত হন। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মোল্লাকান্দি গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচআর/জিকেএস