ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কবির বিন আনোয়ার

ডিজিটালি নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরা হবে বলে জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কবির বিন আনোয়ার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগ ভূমিকা রাখতে চায়। এজন্য প্রয়োজন স্মার্ট দল ও স্মার্ট কর্মী। সে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ দেশের প্রতিটি দলীয় কার্যালয় ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে। দলীয় কার্যালয়ে অবস্থিত স্মার্ট কর্নারে প্রযুক্তি অগ্রসর একটা টিম কাজ করবে। যারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে অনলাইন ও অফলাইনে কাজ করবে।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করে প্রমাণ করা হবে বাংলাদেশ সঠিক পথে আছে। বাংলাদেশের জনগণ এবারও বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাদের সঙ্গে কবির বিন আনোয়ারের মতবিনিময়

অনলাইনে গুজব মোকাবিলায় আওয়ামী লীগের কর্মীরা ভূমিকা রাখবে উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সে গুজবগুলো আল্টিমেটলি দেশের বিরুদ্ধে যায়। বিদেশে বসে দেশের ক্ষতি করার জন্য জেনেবুঝে পরিকল্পনা করে গুজবগুলো ছড়ানো হয়।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ কখনই ভুল করেনি। তারা সঠিক রায়টাই দিয়ে থাকে। এবারও তারা বঙ্গবন্ধু কন্যাকে বিপুলভাবে জয়যুক্ত করবে। যদি আমরা দলীয় কর্মীরা আমাদের কাজ ঠিকমতো করি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ জিতে। আর আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। তখন স্বাধীনতাবিরোধীরা চাঙা হয়ে ওঠে। এ শক্তিকে মোকাবিলার জন্য আজকে আমাদের স্মার্ট দল গঠনের অভিযাত্রা।

কবির বিন আনোয়ার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, বিগত একশ বছরেও তা হয়নি। সেই উন্নয়নের সুফল যে সাধারণ মানুষ পাচ্ছেন সেগুলো গণমানুষের কাছে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে স্মার্ট কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মহাদেবপুর-বদলগাছি আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার, আত্রাই-রানীনগর আসনের এমপি আনোয়ার হোসেন হেলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসজে/আরএইচ/এএসএম