ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনের পাশে সৃষ্টি হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাগেরহাটের মোংলায় সুন্দরবনের পাশে নতুন করে সৃষ্টি করা হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’।

সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিভিন্ন প্রজাতির বনজ গাছ বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

এসময় স্থানীয়দের মধ্যে দুই হাজার কেওড়া ও দুই হাজার গোলপাতা গাছের চারা বিতরণ করা হয়। এর আগে এ লক্ষ্যে লবণসহিষ্ণু ১৫ হাজার নারিকেল, কদবেল ও সফেদা গাছ বিতরণ করা হয়েছে।

সুন্দরবনের পাশে সৃষ্টি হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’

এসময় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যদের মধ্যে ম্যানগ্রোভ নার্সারি পরিচর্যার সরঞ্জামাদিও বিতরণ করা হয়। এ ম্যানগ্রোভ গ্রাম সৃষ্টির জন্য কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খানের সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম প্রমুখ।

সুন্দরবনের পাশে সৃষ্টি হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’

সংশ্লিষ্টরা বলছেন, গোলপাতা গৃহনির্মাণ উপকরণ ও গৃহস্থালির আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। গোলপাতা ফলের রস থেকে গুড় তৈরি করা হয়, যা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কেওড়ার আচার ও কেওড়ার পানি মুখরোচক খাবার। কেওড়া ফুলের মধুও বেশ উন্নতমানের। এসব পণ্যের বাজারদর ও চাহিদা ব্যাপক।

বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড বেড়ে যাওয়ার কারণে ঘটছে জলবায়ু পরিবর্তন। আর এ কার্বন-ডাই-অক্সাইড শোষণক্ষমতা সাধারণ গাছের তুলনায় ম্যানগ্রোভ বনের গাছের ক্ষমতা চারগুণ বেশি। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ম্যানগ্রোভ বনায়নকে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়।

সুন্দরবনের পাশে সৃষ্টি হচ্ছে ‘ম্যানগ্রোভ গ্রাম’

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দেশ হিসেবে বাংলাদেশ ম্যানগ্রোভ বনায়নে বিশ্ব সম্প্রদায়ের কাছে অঙ্গীকার করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রাষ্ট্রীয় এ অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে ব্র্যাক। এইচএসবিসি ব্যাংক ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ব্র্যাক চট্টগ্রামের মিরসরাইয়ে এরই মধ্যে গড়ে তুলেছে একটি কৃত্রিম ম্যানগ্রোভ বন। ব্যক্তি পর্যায়ে ম্যানগ্রোভ বনায়নে সুন্দরবন লাগোয়া এলাকায়ও আগে থেকেই কাজ করছে সংস্থাটি।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম