ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রড বহনের সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৯ আগস্ট ২০২৩

ঝিনাইদহে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাসুম বিল্লাহ রিংকু (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুর রহিম নামের এক শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শহরের আরাপপুর এলাকার এ ঘটনা ঘটে। মাসুম বিল্লাহ শহরের জামতলা সড়ক এলাকার আমিরুল ইসলামের ছেলে।
আহত আব্দুর রহিমকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্থানীয়রা জানায়, দুপুরে আরাপপুর গাবতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল মাসুম বিল্লাহ রিংকু ও আব্দুর রহিমসহ কয়েকজন শ্রমিক। সেসময় তারা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলায় রড বহন করছিল। সিঁড়ি দিয়ে রড তোলার সময় কিছু অংশ জানালা দিয়ে বের করে ঘুরাতে যায় তারা। এতে রডের বাইরের অংশ বাড়ির পাশের বিদ্যুতের মেইন তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে রিংকুর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, হাসপাতালে আসার আগেই রিংকুর মৃত্যু হয়। তবে আহত একজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/এমএস