ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে ননদকে দেখতে গিয়ে পথে লাশ হলেন ভাবি

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৯ আগস্ট ২০২৩

অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে গিয়ে বাসচাপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় ভ্যানচালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। তিনি গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে চড়ে আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢালে উঠার সঙ্গে সঙ্গেই ঢাকাগামী অন্তরা পরিবহনের বেপরোয়াগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

এ ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। অবরোধের ফলে যানচলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, গতিরোধক নির্মাণের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের স্টাফরা পালিয়েছেন। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/জেএস/এএসএম