ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর মিললো চীনা প্রকৌশলীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৬ আগস্ট ২০২৩

নিখোঁজের দুদিন পর ভৈরব নদে পাওয়া গেলো খুলনার খালিশপুর এলাকায় নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের চীনা প্রকৌশলী ওয়াং জিও হুয়ায়ের (৪৪) মরদেহ।

শনিবার (২৬ আগস্ট) সকালে রূপসা উপজেলার একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ শাহজাহানের মরদেহ উদ্ধার

ওসি বলেন, ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং জিও হুয়া চুল কাটানোর উদ্দেশ্যে কর্মস্থল খালিশপুরের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে বের হন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে ২৫ আগস্ট দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ওসি আরও বলেন, শনিবার সকালে ভৈরব নদে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আলমগীর হান্নান/জেএস/এমএস