ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৬ আগস্ট ২০২৩

ভোলায় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল হোসেন সোহেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার কামাল মিজির ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে ইকবাল হোসেন তাদের বাড়ির পাশে ডোবার পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর বসান। মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/বিএ/এএসএম