ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোনো রাস্তা নাই: আব্দুর রহমান

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৬ আগস্ট ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, একটি অশুভ রাজনৈতিক দল এবং স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ বিশ্বের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সারা পৃথিবীতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান অনুযায়ী সামনের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ম্যান্ডেট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। সারা পৃথিবীর সৎ প্রধানমন্ত্রীদের তিনজনের একজন শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর নারীদের মধ্যেও তিনি একজন।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পরিবহন বাসস্ট্যান্ড চত্বরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতায় আসার কোনো রাস্তা নেই। ষড়যন্ত্রের নীলনকশা না করে আপনারা নির্বাচনে আসুন। স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন যদি দিবাস্বপ্ন হয় তাহলে ফল উল্টো হয়। বাংলাদেশের মানুষ এত অকৃতজ্ঞ নয়। এত আত্মভোলা নয়। এদেশের মানুষ আর তারেক জিয়াকে গ্রহণ করবে না বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুন: ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে বাদ্য বাজিয়ে সংঘর্ষের মহড়া

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেনের সভাপতিত্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন মিয়া প্রমুখ।

এন কে বি নয়ন/এমএইচআর/এএসএম