ফেনীতে গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক
ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। বুধবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালী-ফেনী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়।
মো. শাকের কক্সবাজারের টেকনাফ থানার মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ২৬ এর মো. হোসেনের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, ফেনী-নোয়াখালী সড়কের মহিপাল রাস্তার ওপর কয়েকজন মাদক কারবারি দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে ওঠার জন্য অবস্থান করছিল। র্যাবের একটি দল সেখানে যাওয়া মাত্রই কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করেন। তখনই গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
আরও পড়ুন: পাহাড়ের কারখানা থেকে অস্ত্র সরবরাহ হতো রোহিঙ্গা ক্যাম্পে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক শাকের দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী জেলার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।
র্যাব কোম্পানি অধিনায়ক স্কোয়ার্ড লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস