ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিয়ানমার থেকে অবৈধভাবে আসা ১৮ মহিষ আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:০১ এএম, ২২ আগস্ট ২০২৩

রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করানো ১৮টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা। সোমবার (২১ আগস্ট) বেলা দেড়টার দিকে ৩৪ বিজিবির অধীনস্থ কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজস্ব ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে মহিষ প্রবেশ করানো হচ্ছে এমন খবর আসে। খবর পেয়ে বিজিবির অধীনস্থ তুমব্রু বিওপির চৌকস আভিযানিক দল ৩৪/৭ পিলারের একশত গজ উত্তর পশ্চিম এলাকা কাঁঠালবনিয়ায় অবস্থান নেয়। সেই এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো ১৮টি মহিষ জব্দ করতে সক্ষম হয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধভাবে আসা জব্দ করা মহিষগুলো সংশ্লিষ্ট দপ্তরে জমা রাখা হয়েছে। পরে আইনি পন্থায় এসব মহিষের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সায়ীদ আলমগীর/এমআরএম