ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাঈদীর মৃত্যু

বগুড়ায় মধ্যরাতে মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের অবস্থান

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৫ আগস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর মধ্যরাত থেকে বগুড়ার শিবগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত ১২টার পর থেকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে অবস্থান নিয়ে আছেন তারা।

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজের বলেন, ‘গ্রামের সাধারণ মানুষ নিজেদের জানমাল রক্ষায় সড়কে নেমে এসেছেন। এর আগে ২০১৩ সালে জামায়াত নেতা সাঈদীর রায় ঘোষণার পর দলটির নেতাকর্মীরা মোকামতলাজুড়ে নারকীয় তাণ্ডব চালিয়েছিলেন। এবার যেন স্বাধীনতাবিরোধী এ শক্তি কোনোরকম অপতৎপরতা চালাতে না পারে সেজন্য আমরা সতর্ক আছি।’

এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, দলীয় নেতাকর্মীরা বন্দরে ছিলেন। কোনোরকম অপ্রীতিকর কিছু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায় ঘোষণার পর পুরো বগুড়াজুড়ে তাণ্ডব চালান জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশের থানা, ফাঁড়িসহ সরকারি নানা স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছিলেন।

বগুড়ায় মধ্যরাতে মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের অবস্থান

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।

এর আগে রোববার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাইদীকে। তার আগে বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসআর/জেআইএম