ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ডিম নিয়ে কারসাজি, মাঠে নেমেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৩ আগস্ট ২০২৩

আমদানি কম হওয়ার অজুহাতে খুলনায় আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। একই সঙ্গে শুরু হয়েছে ডিমের দাম নিয়েও কারসাজি। এছাড়া সবজির দাম কিছুটা কম হলেও বেড়েছে মুরগির দাম। তবে গত সপ্তাহের মতই রয়েছে মাছের বাজার।

নগরীর কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে দেশি ও বিদেশি উভয় ধরনের প্রতিকেজি পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। অন্যদিকে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পেঁয়াজ বিক্রেতা মকবুল হোসেন বলেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজ আমদানি একটু কমে গেছে। ফলে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

আরও পড়ুন: বেড়েছে উৎপাদন খরচ, এক ডিমের দামই ১৪ টাকা

নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের পাইকারি ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, ভারত থেকে আমদানি কমে যাওয়ায় খুলনার বাজারেও কিছুটা সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে পেঁয়াজ আসছে তার মানও খারাপ।

বাজার ঘুরে আরও জানা যায়, বর্তমানে বাজারে মুরগির সাদা ডিমের হালি বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৪৮ টাকায়। ডিমের আকার ছোট হলে তা খুচরা বিক্রি হচ্ছে ৪২ ও ৪৬ টাকা দরে।

Bazar1

নগরীর ময়লাপোতা এলাকার একটি ছাত্রাবাসের ম্যানেজার মহিতুর রহমান বলেন, আমাদের মেসে ৩০ জন ছাত্র রয়েছে। মাসের শুরুতে আমাদের একটা বাজেট করা হয় পুরো মাসের বাজারের জন্য। সেই বাজেটে থাকে ডিমের দামও। কিন্তু সেই ডিমের দাম নিয়ে গত চার-পাঁচ দিন ধরে বাজার উত্তাল। হালিতে ডিমের দাম বেড়েছে পাঁচ টাকা করে। ফলে প্রতিদিন ২০ টাকা বেশি খরচ করতে হচ্ছে। এতে মাস শেষে আমাদের বিপাকে পড়তে হবে।

আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানের কমলো কাঁচা মরিচের দাম

নগরীর জোড়াকল বাজারের মুরগি বিক্রেতা লিপু, মনিরুল বলেন, বাজারে গত সপ্তাহের চেয়ে ব্রয়লারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। এখন ব্রয়লার ১৮০ টাকা, লেয়ার ২৩০ টাকা, সোনালি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে ডিমের দাম নিয়ে কারসাজি থামাতে ডিমের বাজারে হানা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম নিয়ে কারসাজি করায় চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানাও করেছে এই দপ্তর।

শনিবার (১২ আগস্ট) খুলনা মহানগরীর নিউমার্কেট বাজার, গল্লামারী বাজার ও বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারে ডিমের খুচরা, পাইকারি ও খামারি পর্যায়ে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময়ে ডিমের মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম থাকায় চার প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: রংপুরে ঝাঁঝ কমেছে কাঁচামরিচের, বেড়েছে আলু-রসুনের দাম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যরা।

আলমগীর হান্নান/জেএস/এমএস