ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাপ্তাইয়ে দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১০ আগস্ট ২০২৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্গম এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সেনাবাহিনী ১০ আরই ব্যাটালিয়ন জীবতলী জোন ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ায়।

এক সপ্তাহের বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বেড়ে গিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার বড়াদমসহ আশপাশের এলাকার দেড় শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন সেনাবাহিনীর কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল।

কাপ্তাইয়ে দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

এসময় ১০ আরই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক তাওহীদ আমিন, কোম্পানি উপ-অধিনায়ক এনামুল সাকিবসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে চাল, চিনি, ডাল, তেল, লবণ, আলু, বিস্কুট, স্যালাইন ও অন্যান্য শুকনা খাবার।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম