ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ আগস্ট ২০২৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. সৈকত (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দিনগত রাতে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সৈকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। এর আগে সোমবার সান্ধ্যয়ও একজন মারা গেছেন।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

হাসপাতাল পরিচালক আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে স্থানীয় আছেন ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। বুধবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন তিনজন।

সাখাওয়াত হোসেন/জেএস/এএসএম