ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৮ আগস্ট ২০২৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই কৃষকের নাম আইয়ুব আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। গত ৮ জুলাই রামেকে চলতি বছরের প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

সাখাওয়াত হোসেন/এমআরআর/এমএস