ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড়ধস, বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৪ আগস্ট ২০২৩

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে বান্দরবানের থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুভোর্গে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৪ আগস্ট) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ইউএনও বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় অনেক বড় একটি পাথর ধসে পড়ে। এতে থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আবুল মনসুর আরও বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করে। তবে বড় পাথর সরানোর যন্ত্রপাতি না থাকায় সেনাবাহিনীর সদস্য কাজে নামেন। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে আশা করছি।

নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস