ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বসতঘরে আগুনে পুড়ে দেবর-ভাবির মৃত্যু

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩০ জুলাই ২০২৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতঘরে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইমরান হোসেন (২৬) ও নাছরিন আক্তার (২৩)। সম্পর্কে তারা দেবর-ভাবি।

স্থানীয়রা জানায়, সকালে বৌলতলী এলাকার কাজিপাড়া গ্রামের নুর ইসলামের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তে দুটি ঘরে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এসময় ঘরে থাকা ইমরান ও নাছরিন পুড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বসতঘরে আগুনে পুড়ে দেবর-ভাবির মৃত্যু

লৌহজং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন জানান, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দুটি ঘর পুরো পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে বসতঘরে আগুন লাগতে পারে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম