কুড়িগ্রামে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নৈশকোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-সোনাহাট সড়কের আন্ধারীর ঝাড় ও রায়গঞ্জের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিন (২৫), সুমন (২৮) ও সাগর (২২)। তাদের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে।
আরও পড়ুন: ৫ বছরে সড়কে ৩৯ হাজার ৫২২ প্রাণহানি, ৩৯৪১ জনই শিক্ষার্থী
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় নৈশকোচটিকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
আরও পড়ুন: পদ্মাপাড়ে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জাগো নিউজকে বলেন, বাসটি নাগেশ্বরী থানার পুলিশ হেফাজতে আছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। ঘাতক চালককে ধরতে অভিযান অব্যাহত আছে। সড়কে যান চলাচল স্বাভাবিক।
ফজলুল করিম ফারাজী/বিএ