ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুমেক হাসপাতাল

ব্লাড সেল সেপারেটর নেই, সেবা ব্যাহত

আলমগীর হান্নান | খুলনা | প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৩

২২ বছর আগে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থাপন করা হয় ‘ব্লাড সেল সেপারেটর’ মেশিন। তিন বছর আগে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এরপর আর নতুন করে ‘ব্লাড সেল সেপারেটর’ স্থাপন করা হয়নি। এতে ডেঙ্গু রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ। ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ডেঙ্গুসহ কিছু রোগীকে শুধু প্লাটিলেট দিতে হয়। রক্ত থেকে প্লাটিলেট আলাদা করতে এটি লাগে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের ব্লাড সেল অপারেটর মেশিনটি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ব্যবহার অনুপযোগী হয়ে যায়। যথাযথ প্রতিপক্ষের মাধ্যমে এক্সপার্টরা পরীক্ষা করে মেশিনটিকে অকার্যকর ঘোষণা করেন। মেশিনটি পুনরায় স্থাপন করার জন্য আমরা বেশ কয়েকবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে মেশিনটি পুনঃস্থাপিত হবে।’

মেশিনের কারণে রোগীর সেবা ব্যাহত হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ডেঙ্গু সিভিয়ার (মারাত্মক) পর্যায়ে পৌঁছালে ব্লাড সেল আলাদা করার প্রয়োজন হয়। তবে খুলনায় ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব ঢাকা বা চট্টগ্রামের মতো অতটা মারাত্মক নয়। সে কারণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু বিভাগের ১০ জেলাসহ আরও কয়েকটি জেলার রোগী আসে, সেক্ষেত্রে রোগী যদি সিভিয়ার পর্যায়ে পৌঁছে যায় তাহলে কিছুটা সমস্যা হবে।’

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার ফরিদ মাতুব্বর। তিনি জাগো নিউজকে বলেন, ‘খুলনা মেডিকেলে ডাক্তার দেখানোর পর রক্ত পরীক্ষা করাতে বলেন। কিন্তু এখানে মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে করতে হয়েছে।’

স্ত্রী আমেনা বেগমকে নিয়ে যশোরের শার্শা থেকে এসেছেন মোরসালীন। তিনি বলেন, ‘আমাকেও রক্তের পরীক্ষা বাইরে থেকে করাতে হয়েছে। তবে আমার স্ত্রী এখন অনেকটা সুস্থ আছেন।’

এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, মেশিনটি মেরামতের জন্য পাঁচ দফা চিঠি দেওয়া হয়েছে। সবশেষ গত সপ্তাহে চিঠি দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব শিগগির নতুন একটি মেশিন দিতে চেয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। এ সময়ে কোনো রোগী মারা যায়নি বলে জানা গেছে।

এসআর/এএসএম

টাইমলাইন

  1. ১০:৩৭ এএম, ২৭ জুলাই ২০২৩ ডেঙ্গু নিধনে শাস্তির কোনো বিকল্প নেই: স্বাচিপ সভাপতি
  2. ১০:২৬ এএম, ২৭ জুলাই ২০২৩ ‘মহামারি ঘোষণা করতে নীতিনির্ধারকদের মধ্যে অজানা ভয় আছে’
  3. ১০:২৩ এএম, ২৭ জুলাই ২০২৩ পুলিশের ডাম্পিং ডেঙ্গুর বড় প্রজননস্থল: ইকবাল হাবিব
  4. ১০:০৪ এএম, ২৭ জুলাই ২০২৩ আগামী দুই মাস ডেঙ্গুর জন্য বেশ শঙ্কার: কবিরুল বাশার
  5. ০৯:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর বাড়বাড়ন্তে কয়েল-ক্রিম-স্প্রে ব্যবসায়ীদের পোয়াবারো
  6. ০৮:৪৯ পিএম, ২৬ জুলাই ২০২৩ কোরবানির ঈদের পর এলাকায় ঢোকেননি মশককর্মী
  7. ০৮:২৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘রেজিট্যান্স ম্যাকানিজম বেড়ে মশা শক্তিশালী হয়ে উঠছে’
  8. ০৮:০৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়ে এটা প্রমাণিত না’
  9. ০৭:২১ পিএম, ২৬ জুলাই ২০২৩ অপ্রয়োজনীয়ভাবে প্লাটিলেট দেওয়া হচ্ছে ৯০ শতাংশ ডেঙ্গুরোগীর
  10. ০৬:৫৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ আক্রান্ত রোগীরাও স্বজনদের নিয়ে ছুটছেন হাসপাতালে
  11. ০৫:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ পটুয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ
  12. ০৫:৪০ পিএম, ২৬ জুলাই ২০২৩ লিফলেট-ব্যানারে সীমাবদ্ধ ডেঙ্গু প্রতিরোধ
  13. ০৫:১৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গু নিয়ে হাইকোর্টে রিট: চার বছরেও নেই অগ্রগতি
  14. ০৫:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৮৪
  15. ০৪:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘ডেঙ্গুর শহর’ ঢাকা, জ্বর হলেই ছুট হাসপাতালে
  16. ০৪:৪১ পিএম, ২৬ জুলাই ২০২৩ পরিবেশ-চিকিৎসায় সন্তোষ, ঘাটতি জনবলের
  17. ০৪:১৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ মশা নিধনে এখনো ব্যবস্থা নেয়নি চবি
  18. ০৩:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম
  19. ০৩:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ বাড্ডায় ঘরে ঘরে ডেঙ্গুরোগী, নিম্নবিত্তের ভরসা নাপা
  20. ০১:৫৪ পিএম, ২৬ জুলাই ২০২৩ ‘হাত খুলে দাও পার্কে যাবো’
  21. ০১:০৭ পিএম, ২৬ জুলাই ২০২৩ বেশি খরচে ডেঙ্গুর ‘ভালো’ চিকিৎসা, দিনে ৫ হাজার টাকা
  22. ১২:৫৮ পিএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার আরও এক ছাত্রীর
  23. ১২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৩ ব্লাড সেল সেপারেটর নেই, সেবা ব্যাহত
  24. ১১:২২ এএম, ২৬ জুলাই ২০২৩ ঢাকার দুই সিটির কর্মসূচি অনেক, ফলাফল ‘শূন্য’
  25. ১১:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুরোগীর চাপে বেসামাল মুগদা হাসপাতাল
  26. ১০:০৮ এএম, ২৬ জুলাই ২০২৩ গরমে মশারি টানাতে অনীহা রোগীদের
  27. ১০:০১ এএম, ২৬ জুলাই ২০২৩ প্রতি তিনজনে দুজন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি
  28. ০৯:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ ডেঙ্গুতে মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী যা বলেন
  29. ০৯:৩৫ এএম, ২৬ জুলাই ২০২৩ জামালপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ১৮ রোগী
  30. ০৯:১০ এএম, ২৬ জুলাই ২০২৩ বাংলাদেশ থেকে ভারতে যেতে ডেঙ্গু পরীক্ষা বাধ্যতামূলকের দাবি
  31. ০৮:৫১ এএম, ২৬ জুলাই ২০২৩ জবিতে নাজুক ড্রেনেজ ব্যবস্থা, ডেঙ্গু আতঙ্ক
  32. ০৮:৪০ এএম, ২৬ জুলাই ২০২৩ ‘স্প্রে কইরা রাস্তার মশা খেদাইয়া বস্তিতে ঢুকাইছে’
  33. ০৮:৩০ এএম, ২৬ জুলাই ২০২৩ বিশ্বজুড়েই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ
  34. ০৮:২০ এএম, ২৬ জুলাই ২০২৩ কমে গেছে আইভি স্যালাইনের মজুত, সংকটের আশঙ্কা
  35. ০৮:১৭ এএম, ২৬ জুলাই ২০২৩ হাসপাতালে আর্তনাদ, রক্তের জন্য হাহাকার
  36. ০৮:৫৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ চট্টগ্রামে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিকের জরিমানা
  37. ০৭:১৭ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৪১৮ জন হাসপাতালে ভর্তি
  38. ০৭:১৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে একদিনে ১৬ মৃত্যু, ২০০ ছাড়ালো প্রাণহানি
  39. ০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৩ বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩
  40. ০১:৩৫ পিএম, ২৫ জুলাই ২০২৩ ডেঙ্গুতে সিনিয়র সহকারী সচিবের মৃত্যু, ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা