ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে যুবলীগ কর্মী আজাদ হত্যায় মামলা, বাবা-ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৪ জুলাই ২০২৩

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন যুবলীগ কর্মী আজাদ শেখ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- কালিয়া উপজেলার পেড়লী গ্রামের জাহাঙ্গীর মোল্যা (৪৭) ও তার ছেলে জুলহাস মোল্যা (২৭)।

এর আগে রোববার বিকেলে নিহতের বড় ভাই ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে কালিয়া থানায় মামলা করেন।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, হাতুড়িপেটায় যুবলীগ কর্মীকে হত্যা

কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজ্জাদ শেখের ছোট ভাই ও যুবলীগকর্মী আজাদ শেখ খুলনায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন। পেড়লী পূর্বপাড়া চৌরাস্তায় পৌঁছালে তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কালিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে কাজ করছে পুলিশের একাধিক টিম।

হাফিজুল নিলু/জেএস/জেআইএম