ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যত্রতত্র ময়লার স্তূপ

ফেসবুক লাইভে প্রতিবাদ, যুবককে প্রকাশ্যে পেটালেন মেয়র

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:১০ এএম, ২৪ জুলাই ২০২৩

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ, নেই কোনো ময়লার ভাগাড়। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিবাদ করেন মাহবুবুর রহমান কাজল (৪৮) নামের এক যুবক। এমনকি কাউন্সিলরের অনুমতি নিয়ে নিজেই একটি ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেন।

এতেই বাধে বিপত্তি, ময়লার ভাগাড় নির্মাণের খবর পেয়ে সেখানে ছুটে আসেন মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম। এসে তাদের কাজে বাধা দেন।  এক পর্যায়ে কাজলকে মারধরও করেন। মারধরের শিকার কাজল মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কাজল বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমানের ছেলে ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

আরও পড়ুন: ‘সিগারেট’ নিয়ে দ্বন্দ্বে কিশোরকে হত্যা

এ ঘটনায় কাজলের ছোট ভাই তাইফুর রহমান শান্ত বাদী হয়ে সদর থানায় পৌর মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ রামগোপালপুর এলাকার মর্নিংবার্ড চাইল্ড স্কুলের উল্টো পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য ব্যক্তিগত উদ্যোগে একটি ভাগাড় বানানোর উদ্যোগ নেন কাজল। মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আওলাদ হোসেন ওই যুবককে ভাগাড়ের জন্য জায়গা দেখিয়ে দেন। রোববার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ভাগাড় বানাতে গেলে লোক নিয়ে কাজে বাধা দেন পৌর মেয়র। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে কাজলকে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মারেন তিনি। এ ঘটনা সরাসরি ফেসবুক লাইভে প্রচার করেন কাজল।

এদিকে স্থানীয় সূত্র বলছে, মিরকাদিম পৌরসভার বর্তমান মেয়র আব্দুস সালামের সাথে সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কাজল শাহীনের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।

মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন জানান, মেয়রের অনুমতি ছাড়াই মাহবুবুর রহমান কাজলকে আমি ভাগাড় বানানোর জায়গা নির্ধারণ করে দেই। তবে সে বিভিন্ন সময় পৌরসভার যত্রতত্র ময়লা-আবর্জনা নিয়ে ফেসবুকে লাইভ করতেন। রোববার ডাস্টবিন নির্মাণের খবর কে বা কারা মেয়রকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে মারধর করেন। তবে কি কারণে মেয়র এ কাজ করলেন তা আমার জানা নেই।

আরও পড়ুন: স্বামী-শাশুড়ির নির্যাতন সইতে না পেরে শরীরে আগুন, গৃহবধূর মৃত্যু

এ বিষয়ে মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ওসি মো. তারিকুজ্জামান বলেন, অভিযোগের কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/জেআইএম