কুমিল্লায় দাদনের টাকা চাইতে গিয়ে ভাঙারি ব্যবসায়ী খুন
কুমিল্লার লাকসামে দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (২০) নামে এক তরুণকে খুন করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিয়াম তার সহযোগী জাহাঙ্গীরকে নিয়ে কালোরা খালপাড়ের ভবঘুরে হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে যান। এসময় তাদের ছুরিকাঘাত করেন সবুজ। এতে জাহাঙ্গীর আহত হয়ে পালিয়ে আসলেও সিয়ামকে একা পেয়ে হত্যা করেন সবুজ। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার পর সবুজ পালিয়ে যান।
নিহতের বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, আমার ছোট ভাই হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে সে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকারীকে আটক করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/জেআইএম