১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
মিলন রাজশাহীর তানোর উপজেলার রাধাইড় শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের শাহালালের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ২ জুন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের রাধুনীডাঙ্গা গ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মিলনকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন সদর থানায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমান বাদী হয়ে মিলনকে আসামি করে মামলা করেন।
২০২২ সালের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অনুপ কুমার সরকার মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
সোহান মাহমুদ/এফএ/এএসএম