ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৬ জুলাই ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ছয় ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটের অংশে ছিদ্র রয়েছে।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন এলাকায় ডলফিনটি দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জনি আলমগীর।

তিনি বলেন, বিকেলে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি বিকেলের জোয়ারে ভেসে এসেছে।

এর আগে গত ২৫ জুন সৈকতে একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।

jagonews24

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছরে মোট ছয়টি ইরাবতী, একটি নতুন প্রজাতির এবং ২০২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, বনবিভাগকে জানিয়ে নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস