ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২১ জুলাই ফের জনসভার ঘোষণা সিলেট জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২৩

পুলিশের অনুমতি না পাওয়ায় ২১ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর জামায়াত ইসলামী।

শনিবার (১৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলন জনসভার নতুন তারিখ ঘোষণা করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

সিলেটে শনিবার জনসভার ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে পিছু হটে মহানগর জামায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় নগরের আল হামরা শপিং সেন্টারের রিচমন্ড রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল দলটি। তবে শেষ পর্যন্ত ‘পুলিশের বাঁধার’ মুখে নির্ধারিত ওই ভেনুতে সংবাদ সম্মেলন করতে পারেনি। পরে দুপুর ১টায় নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে তাদের দলীয় কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

আরও পড়ুন: সিলেটে জনসভার অনুমতি মেলেনি, সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 

এতে লিখিত বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে জনসভা করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। আমাদের ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক ও হতাশ হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।

ফখরুল ইসলাম আরও বলেন, কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারসহ জাতির বৃহত্তর স্বার্থে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ব্যবস্থা পুনর্বহাল, কারান্তরীণ আমীরে জামায়াতসহ শীর্ষ জামায়াত
নেতৃবৃন্দ, আলেম-উলামাদের মুক্তি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বন্ধ করা, গুম হওয়া ব্যক্তিদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, বিদেশে পাচারকৃত অর্থসমূহে ফিরিয়ে আনা ও বন্ধ টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকা খুলে দেওয়ার দাবিতে রেজিস্টারি মাঠে ২১ জুলাই বাদ জুমা আমরা শান্তিপূর্ণ পরিবেশে জনসভা করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।

ছামির মাহমুদ/এসজে/জিকেএস