ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়ার কষ্ট লাঘবে এগিয়ে এলেন ওসি

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১২ জুলাই ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘোড়ার গাড়িতে অতিরিক্ত গাছ বোঝাই করে নিয়ে যাওয়ার সময় সেগুলো নামিয়ে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘোড়ার কষ্ট লাঘবে এগিয়ে এলেন ওসি

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফলিয়া এলাকার মো. সজিব একটি ঘোড়ার গাড়িতে অতিরিক্ত গাছের টুকরো নিয়ে যাচ্ছিলেন। এসময় আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের ঘোড়ার কষ্ট দেখে গাড়িটি দাঁড় করিয়ে বোঝামুক্ত করেন। বিকল্প যানবাহনে গাছের টুকরোগুলো পৌঁছানোর ব্যবস্থা করেন তিনি। এভাবে অতিরিক্ত মালপত্র বহন করে ঘোড়াকে কষ্ট দেবেন না মর্মে মুচলেকা দেন গাড়িচালক সজিব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: ঘোড়া দিয়ে হালচাষ

এ বিষয়ে গাড়িচালক সজিব বলেন, আসলে আমার ভুল হয়েছে। আর কখনো এভাবে অতিরিক্ত মালপত্র বোঝাই করবো না।

বিজ্ঞাপন

ঘোড়ার কষ্ট লাঘবে এগিয়ে এলেন ওসি

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জাগো নিউজকে বলেন, প্রযুক্তির এ যুগে প্রচুর যানবাহন থাকার পরও ঘোড়া দিয়ে ভারী গাছের টুকরা বহন করায় ঘোড়াটির কষ্ট হচ্ছিল। বিষয়টি দেখে খারাপ লাগে। তখন অসহায় ঘোড়াকে বোঝামুক্ত করা হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

বিজ্ঞাপন