ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে গবেষণার ৩৮ মোরগ চুরি

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৮:৩২ এএম, ১১ জুলাই ২০২৩

ঢাকার সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার ৩৮টি মোরগ চুরির ঘটনা ঘটেছে।

ঈদুল আজহার আগের রাতে মোরগগুলো চুরি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির তথ্য কর্মকর্তা দেবজ্যোতি ঘোষ।

তিনি বলেন, ঈদের আগের রাতে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনিকভাবে বিষয়টি দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগের রাতে ‘পিউর লাইন’ মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। চুরির পরপরই বিষয়টি কর্তৃপক্ষ জানলেও তা প্রকাশ না করে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালায়। যে শেড থেকে মোরগগুলো চুরি হয় সেখানে মোট ৩০০ মোরগ রাখা ছিল। ওই শেড থেকে আরআইআর ও হোয়াইট লেগহর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়। ১৯৯৯ সালের দিকে জাপান সরকার থেকে উপহার পাওয়া চারটি জাতের মধ্যে দুটি জাত এগুলো।

বিএলআরএইয়ের পোলট্রি ও উৎপাদন গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুক বলেন, ‘মূলত ঈদের ছুটির মধ্যে ঘটনাটি ঘটেছে। আমি তখন ছুটিতে ছিলাম। ৫ জুলাই অফিসে এসে একটি চিঠি পেয়ে জানতে পেরেছি যে তদন্ত কমিটি হয়েছে।’

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম