ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী

বিশেষ দিবস ছাড়াই জাতীয় পতাকা অর্ধনমিত, জনমনে ক্ষোভ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১০ জুলাই ২০২৩

বিশেষ দিবস বা সরকারি কোনো ঘোষণা ছাড়াই রাজবাড়ী সদর হাসপাতালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে। তবে এটিকে পতাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত কর্মচারীর ভুল বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১০ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বরে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক লিটন চক্রবর্তী তার ফেসবুক ওয়ালে —‘রাজবাড়ী সদর হাসপাতালে শোক দিবসের অর্ধনমিত পতাকা আজ কেন, সিভিল সার্জনের কাছে এ প্রশ্নের জবাব চাই। যদি এর কারণ বা সিদ্ধান্ত থাকেতো ভালো, নইলে এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?’ লিখে কয়েকটি ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এর পরপরই ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

jagonews24

সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার রাজবাড়ী সদর হাসপাতালে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। ভুল হলে একবার হয়, বারবার না। তদন্ত সাপেক্ষে জাতীয় পতাকা অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাই।’

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রতিদিনের মতো আজও ওই ছেলেই (কর্মচারী) উত্তোলন করেছে। হয়তো পতাকা সম্পূর্ণ ওপরে ওঠার বিষয়ে খেয়াল না করেই স্ট্যান্ডে রশি বেঁধে চলে এসেছে, বা কোনো কারণে রশি খুলে পতাকা নিচে নেমে এসেছে।’

তিনি বলেন, ‘এটা অনিচ্ছাকৃত ভুল। বিষয়টি জানার পর পতাকা সম্পূর্ণ ওঠানো হয়েছে। ওই ছেলেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে ভুল করে উঠিয়েছে বলে জানিয়েছে।’

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেছেন, ভুল করে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঠিক করা হয়েছে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস