বোনের পরিবারের বিরোধ মেটাতে গিয়ে দুলাভাইয়ের হাতুড়িপেটায় মৃত্যু
মাদারীপুরের রাজৈরে বোনের পরিবারের বিরোধ মেটাতে গিয়ে দুলাভাইয়ের হাতুড়িপেটায় শ্যালক রিপন শেখ (২৫) মারা গেছেন। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন শেখ রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরের দক্ষিণপাড়া গ্রামের আবদুল রব শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পারিবারিক কলহের জেরে রোববার বিকেলে স্ত্রী রিপা বেগমকে (২২) মারধর করেন। বিষয়টি জানতে পেরে ভাই রিপন শেখ পারিবারিক বিরোধ মেটাতে বোন রিপার শ্বশুরবাড়ি যান। এতে দুলাভাই রাজ্জাক ফকির ক্ষিপ্ত হয়ে শ্যালক রিপনকে হাতুড়ি দিয়ে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইবোনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে রিপন শেখ মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রিপনের বোন রিপা জানান, তার স্বামী হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাই রিপনকে হত্যা করেছে।
রিপন শেখের মা মর্জিনা বেগম বলেন, রাজ্জাক ফকির আমার মেয়ে ও ছেলেকে মারধর করেছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলেকে হত্যা করেছে। আমার ছেলের হত্যার বিচার চাই। রাজ্জাকের ফাঁসি চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পারিবারিক কলেহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আয়শা সিদ্দিকা আকাশী/এমকেআর