ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে রংমিস্ত্রির মৃত্যু
বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে জসিম মিয়া (৩৮) নামে এক রংমিস্ত্রি খুন হয়েছেন।
শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম ঢাকার কারওয়ান বাজারের রুহুল আমিনের ছেলে ও পেশায় রংমিস্ত্রি। বিয়ের পর বগুড়া শহরের চকলোমানে শশুরবাড়ি থাকতেন।
আরও পড়ুন: ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সঙ্গে জসিমের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাব্বি ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ আটক হননি।
জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ
- ২ চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার
- ৩ কুমিল্লা-১ আসনে মনোনয়নপত্র নিলেন ছাত্র অধিকারের কেন্দ্রীয় সভাপতি
- ৪ ৪ মাসে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা
- ৫ সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, অল্পের জন্য রক্ষা পান ১৯৪ যাত্রী