ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোসলের জন্য নদীতে ঝাঁপ, ৩ দিন পর মিললো মরদেহ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৪ জুলাই ২০২৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিনদিন পর ইয়াছিন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কালী নদীর ওপর নির্মিত জিল্লুর রহমান সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (২ জুলাই) সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে নিখোঁজ হয় কিশোর ইয়াছিন।

ইয়াছিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, রোববার সকালে বন্ধুদের সঙ্গে কুলিয়ারচর থেকে অষ্টগ্রামে নৌকা ভ্রমণে যায় ইয়াছিন। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যার দিকে গোসলের জন্য বন্ধুদের সঙ্গে নদীতে ঝাঁপ দেয় ইয়াছিন। পরে সবাই নদী থেকে উঠে এলেও ইয়াছিন ওঠেনি। এরপর থেকে তাকে উদ্ধার করতে নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসকে রাসেল/এসআর/এএসএম