ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৪ জুলাই ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি এভার ভেনটেজ।

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। দুপুর ২টা থেকে জাহাজের পণ্য খালাসের কাজ শুরু হবে।

jagonews24

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর এক হাজার ৯০০ (৫২.৪৪২) মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হবে। এরপর এসব মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি থেকে মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চারদিন।

আরও পড়ুন: বৈঠারপাড় সেতুটি এখন মরণফাঁদ

এর আগে ১৭ মে এম ভি সান ইউনিটি, ৫ মার্চ এম ভি হাইড নং-০৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

আবু হোসাইন সুমন/জেএস/জিকেএস