ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দ্বন্দ্বে জড়ানো নেতাদের ঐক্যের শপথ পড়ালেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৪ জুলাই ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দ্বন্দ্বে জড়ানো আওয়ামী লীগের দুই নেতাকে ঐক্যবদ্ধ থাকতে শপথ পড়ালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

সোমবার (৩ জুলাই) বিকেলে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রকাশ্যে স্থানীয় দুই নেতার হাতে হাত রেখে এ শপথ বাক্য পাঠ করান তিনি।

jagonews24

নেতারা হলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী।

শপথ বাক্যে কাদের মির্জা বলেন, ‘তোমরা বলো, আমরা খোদাকে হাজির-নাজির জেনে এই দলের নেতাকর্মীদের সামনে ঘোষণা করছি আমরা কোনো দ্বিধা-দ্বন্দ্বে যাবো না। মুছাপুরে ঐক্যের জন্য যা যা করার দরকার আমরা সব কিছু করবো। আগামী নির্বাচনে আমাদের প্রিয়নেতা ওবায়দুল কাদের সাহেবকে নির্বাচিত করার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।’

মুছাপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ নেতারা উপস্থিত ছিলেন।

শপথের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী। তিনি বলেন, ‘দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলীর সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশ দেন উপজেলা সভাপতি আবদুল কাদের মির্জা।’

jagonews24

২০২১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপজেলা কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এক সাংবাদিকসহ দুজনের মৃত্যু ও শতাধিক দলীয় নেতাকর্মী আহত হন।

ওই সংঘাতে একপক্ষে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, অপর পক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল নেতৃত্ব দেন। এতে একে অপরের বিরুদ্ধে শতাধিক মামলাও করেন।

মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী মেয়র আবদুল কাদের মির্জা এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করে আইয়ুব আলী চেয়ারম্যান নির্বাচিত হন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস